বহদ্দারহাট টার্মিনাল এলাকায় জুয়ার আসর থেকে আটক ১০ জুয়াড়ি দৈনিক জনমুক্তি দৈনিক জনমুক্তি দৈনিক জনমুক্তি প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ এম মিজানুর রহমান: চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় জুয়ার আসরে অতর্কিত অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল খইল্লা মিয়ার পেট্টোল পাম্প সংলগ্ন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— নুরুল ইসলাম (৪৫), শাহারাজ (৫০), রুবেল শীল (৩৫), মো. শাহজাহান (৩৮), মো. বাবুল শরীফ (৪৮), মো. আবু তাহের (৩৯), নাজিম উদ্দীন (৪৪), আনিসুল হক (২৪), মেহেরাজ (১৯) এবং সৈয়দ ছালাম (৪০)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, গ্রেফতার বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: