যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেবার ইউনিয়নে হোসেন-এয়াকুব প্যানেল নির্বাচিত

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

মিজানুর রহমান, চট্টগ্রাম:: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আওতাধীন তেল বিপণনকারী সংস্থা, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের লেবার ইউনিয়নের (সিবিএ) কার্যকরী পরিষদের নির্বাচন ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চট্টগ্রামের আগ্রাবাদ যমুনা ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হোসেন-এয়াকুব সমর্থিত প্যানেল বিজয়ী হয়ে কার্যকরী পরিষদে স্থান পেয়েছে।

 

নবনির্বাচিত কমিটিতে বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধি সভাপতি আবুল হোসেন, কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জামশেদ আলম, খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কাজী মুহাম্মদ ফিরোজ উদ্দিন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সহদপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল জব্বার, আইন ও দর কষাকষি সম্পাদক মুহাম্মদ আবদুল আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মতিয়র রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সুজন মাহমুদ, কার্যকরী সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ ফোরকান।

 

এসময় নির্বাচনের পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ সেলিম এবং সদস্য সচিব মোঃ জাকারিয়া উপস্থিত ছিলেন। নির্বাচনে বিজয়ী প্যানেলটি শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে বলে জানিয়েছে।

 

এ নির্বাচনের মাধ্যমে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের লেবার ইউনিয়ন কার্যকরী পরিষদে নতুন নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, তা কোম্পানির শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।