সি আই পি সম্মাননা পেলেন সন্দ্বীপের সন্তান প্রবাসী ব্যবসায়ী আজম দৈনিক জনমুক্তি দৈনিক জনমুক্তি দৈনিক জনমুক্তি প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫ এম মিজানুর রহমান: ২০২৪ এর সেরা রেমিটেন্স ক্যাটাগরিতে সি আই পি সম্মাননা পেলেন সন্দ্বীপের কৃতি সন্তান কাতারের প্রবাসী ব্যবসায়ী সফল উদ্যোক্তা মোয়াক্কের আহমদ চৌধুরী আজম। দেশে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে তাকে সি আই পি সম্মাননায় সম্মানিত করেছেন বাংলাদেশ সরকার। গেল বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক আদিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলন আয়তনে প্রবাসী ও কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সম্মাননা প্রদান করেন। সফল উদ্যোক্তা মোয়াক্কের আহমদ চৌধুরী আজম সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের চৌধুরী বাড়ির কৃতি সন্তান।মিনহাজ উদ্দিন চৌধুরী ও আয়েশা বেগমের পুত্র তিন ভাই দুই বোনের মাঝে আজম সবার বড়। শিক্ষা জীবনে ২০০৬ সালে একে একাডেমি গাছুয়া থেকে এস,এস, সি এবং মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে এইচ, এস, সি শেষ করেন। পরবর্তীতে ২০১২ সালে চট্টগ্রাম সরকারি হাজী মহসিন কলেজ থেকে বিএস সি সম্পূর্ণ করেন। আজম সাহেব বিবাহিত জীবনে ডাঃ হুমাইরাতুল জান্নাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সুখের সংসারে একটি রাজকন্যা রয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: