মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ!

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন হাটখোলা নামক এলাকায় গেল ২৬ তারিখ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের বাকলিয়া সার্কেল একটি অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বাকলিয়া সার্কেলের পরিদর্শক অমর কুমার সেন দুজন ব্যক্তিকে আটক ও ১১২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দের একটি মামলা ও দায়ের করেন। তবে উক্ত বিষয়ে আটককৃত নুরুল আবছার শাহীনের স্ত্রী আয়েশা বেগম সংবাদ সম্মেলন করে জানান গত ২৬ তারিখ ভোর বেলায় ইয়াবা ব্যবসায়ী রানা বেশ কিছু লোকজন নিয়ে আমাদের ঘরের সামনে আসে। লোকজন গুলো পরিচয় দেন উনারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উনারা বলেন আমার স্বামী শাহিনের নামে ওয়ারেন্ট আছে আমি ওয়ারেন্টের কাগজ দেখতে চাইলে উনারা দেখাতে পারেন নি।

 

উনাদের মধ্যে একজন মহিলা কর্মকর্তা নাসরিন পারভিন রুমি তালুকদার আমাকে মারধর করেন।উনারা আমাদের ঘরে তল্লাশি করে অবৈধ কিছু না পেয়ে আমার স্বামী শাহীন ও আমাদের বলে বাইদারটেক চলেন ওখানে গিয়ে শাহীনকে ছেড়ে দিব। কিন্তু উনাদের কথা অনুযায়ী ওখানে যাওয়ার পর পুনরায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে শাহীনকে নিয়ে উনারা চলে যাই। আমার প্রশ্ন কোন মাদক না পেয়ে আমার স্বামীকে কেন ধরে নিয়ে গেল আইনের লোক হয়ে উনারা কেন আমার গায়ে হাত তুলে বেআইনি কাজ করলো আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ও উক্ত ঘটনায় জড়িতদের বিচারের জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন রানা নামের মাদক ব্যবসায়ীটি দীর্ঘ সময় ধরে আমার স্বামীর কাছ থেকে টাকা দাবি করে আসছিল আমার স্বামী ডিস ও ওয়াই ফাইয়ের কাজ করেন।

 

 

নুরুল আবছার শাহীনের বড় ভাই মোঃ খলিল বলেন আমরা জন্মের পর থেকে এই এলাকায় বসবাস করছি। আমি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য আওয়ামী সরকারের লোকজনরা আমাকে বিভিন্নভাবে হয়রানি করার কারণে দীর্ঘ ১৭ বৎসর আমি অত্র এলাকায় ছিলাম না। তিনি আরো বলেন এর আগেও আমার ভাইকে ষড়যন্ত্র করে ২-৩ টি মামলায় জড়িয়ে দেয়া হয়েছে। একটা সময় আমার ভাই অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে ছিল কিন্তু সে তার পরিশ্রমের মাধ্যমে সৎ উপার্জন করে এখন সে প্রতিষ্ঠিত হয়েছে।তার এই উত্থান ও মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করাই আমার ভাইকে ষড়যন্ত্র করে তারা ফাঁসিয়ে দিয়েছেন। আমরা এই বিষয়ে অতি দ্রুত আইনি পদক্ষেপ নিব।

 

উল্লেখ্য যে উক্ত বিষয়ে অতি দ্রুত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রানা নামক ব্যক্তির সরেজমিন বক্তব্য নিয়ে থাকছে ভিডিও প্রতিবেদন।