চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের দাবি না মানায় পুনরায় ধর্মঘট দৈনিক জনমুক্তি দৈনিক জনমুক্তি দৈনিক জনমুক্তি প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪ নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ রেখে বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন প্রাইমমুভার পরিবহন শ্রমিকরা। শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কনটেইনার হ্যান্ডলিং করবেন না। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র প্রদান, সরকারঘোষিত নিম্নতম মজুরি এবং নির্দিষ্ট শ্রমঘণ্টা বাস্তবায়ন। চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বলেন, মালিকপক্ষ দাবি মানার আশ্বাস দিয়েছিল কিন্তু এখনও তা বাস্তবায়ন করেনি। তাই তারা পুনরায় ধর্মঘটে নেমেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না। ইউনিয়নের সভাপতি সেলিম খান জানান, মালিকপক্ষের সঙ্গে পূর্বের আলোচনায় দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেলেও তা বাস্তবায়িত হয়নি। এজন্য তারা আবারও ধর্মঘট শুরু করেছেন SHARES জাতীয় বিষয়: