শ্রমিক নেতা চাঁদাবাজ জানে আলম গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

এম মিজানুর রহমান: চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা জানে আলমকে গতকাল নতুন ব্রীজ এলাকা থেকে পিটিয়ে পুলিশে দেয় সাধারণ শ্রমিকরা।

 

সাধারণ শ্রমিকদের অভিযোগ নগরের নতুন ব্রিজ এলাকায় দীর্ঘদিন সাধারণ শ্রমিকদের উপর আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে নির্যাতন ও হয়রানির করে আসছিল জানে আলম, এ নিয়ে কোতোয়ালি থানায় একাধিক মামলাও করেন ভুক্তভোগী শ্রমিকরা।

 

 

সরকার পতনের পর আত্নগোপনে ছিলা এই শ্রমিক নেতা মঙ্গলবার দুপুরে শ্রমিকরা পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার নামে একাধিক মামলা ও রয়েছে বলে জানান তিনি।

 

ভুক্তভোগী শ্রমিকরা জানান কথিত শ্রমিক নেতা জানে আলম একজন আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডার। ছাত্র আন্দোলন ছাত্র হত্যা মামলা,নারী নির্যাতন, চাঁদাবাজি সহ তার নামে বিভিন্ন স্থানে একাধিক মামলাও রয়েছে। এছাড়া পরিবহনে বেপরোয়া চাঁদাবাজির ঘটনা নিয়ে বিভিন্ন সময় গ্রেফতার করা হয় তাকে।