এবার চট্টগ্রামে দিনদুপুরে ঠিকাদার অপহরণ কোর্ট বিল্ডিং এলাকা থেকে

প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের একে খান মোড় থেকে এক ব্যবসায়ীকে অপহরণের দুদিনের মাথায় ফের অপহরণের ঘটনা ঘটলো নগরে। এবার দিনদুপুরে কোর্ট বিল্ডিং এলাকা থেকে একজন ঠিকাদারকে অপহরণের অভিযোগ ওঠেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ইদ্রিস নামে ওই ঠিকাদারকে তুলে নেওয়া হয় বলে পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। তার ব্যাপারে তাৎক্ষণিক আর বিস্তারিত জানা সম্ভব হয়নি।

 

ইদ্রিসের ভাই মোহাম্মদ ইলিয়াস অপহরণের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপহরণের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ‘সেনাবাহিনীর পরিচয়ে কোর্ট বিল্ডিং এলাকা থেকে একজনকে তুলে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবার আর্মি ক্যাম্পে গিয়েছিলেন। ক্যাম্প থেকে বিষয়টি আমাকে জানানো হয়। আমি থানায় গিয়ে মামলা করার পরামর্শ দিয়েছি। এক প্রশ্নের জবাবে রাত ৮টার দিকে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ‘এখন পর্যন্ত থানায় ভুক্তভোগীর পরিবারের কেউ যাননি। তবে আমরা ভিকটিমকে উদ্ধারে কাজ করছি।’

 

প্রত্যক্ষদর্শী একটি সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্যান্ট কিনে জহুর হকার্স মার্কেট থেকে বের হয়েছিলেন ইদ্রিস। তার সাথে আরও দুজন ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে ইদ্রিসকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। তাকে একটি দোকানের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।