জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নাসির উদ্দিনের পক্ষে আদালতের আদেশ

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

এম মিজানুর রহমান : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ৪ নং ওয়ার্ডের হারি চাঁন্দ মাঝির বাড়ির স্থায়ী বাসিন্দা বৃদ্ধ প্রবাসী নাসির উদ্দিন। জীবনের শেষ সময়ে তার আপন বোন জোলেখা বেগমের সাথে একটি ভবনে/বিল্ডিং এর বসতঘরের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ নাসির উদ্দিন পারিবারিক সুরক্ষা আইনে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন।

 

অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নং সি আর-১৪৩৩/২০২৪ সূত্রে জানা যায়, মামলার বাদী নাসির উদ্দিনের তফসিলভুক্ত জমিতে ২০১৯ সাথে ভবনটি নির্মাণ করার পর মৌখিক আপোষ মীমাংসা অনুযায়ী নাসির উদ্দিন নিচ তলায় উনার ছোট ভাই গিয়াস উদ্দিন (প্রবাসী) ২য় তলায় ও বিবাদী ৩য় তলায় প্রত্যেকেই পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাস করে আসছিল। কিন্তু বিবাদী লোভের পড়ে আপন ভাইয়ের সম্পত্তি আত্মসাদের উদ্দেশ্যে গেল ১৯/০৯/২৪ ইং তারিখে দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় নিচ তলায় নাসির উদ্দিনের বসতঘরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাদীকে হত্যা চেষ্টা করে ও নাসির উদ্দিনের পুত্রবধূর শ্লীলতাহানি করে। এছাড়া ঘরের জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। পাশাপাশি অস্ত্রের মুখে হত্যার ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দিয়ে ঘরের মূল দরজায় তালা মেরে দেয় বিবাদীরা।

 

 

উক্ত মামলায় বিজ্ঞ চীফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সরকার হাসান শাহরিয়ার) গেল ১১/১২/২৪ ইং তারিখে বাদী নাসির উদ্দিন তার বসতঘরে প্রবেশের অনুমতি প্রদান করে একটি অস্থায়ী আদেশ দেন ও নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। এছাড়াও উক্ত আদেশে ০২/০১/২৫ ইং তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেন ও শুনানি হয়। পাশাপাশি ২৩/০১/২৫ ইং তারিখে বিজ্ঞ আদালত মামলার বাদী নাসির উদ্দিনকে স্থায়ী সুরক্ষা আদেশ প্রদান করেন ও পুনরায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

 

 

 

উক্ত বিষয়ে মামলার বাদি নাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, আমার পিতা খুব বেশি অসুস্থ।আদালত আমাদের স্থায়ী সুরক্ষা আদেশ দিয়েছেন। আমি চাই আমার বৃদ্ধ পিতা জীবনের শেষ সময় টুকু যেন পৈত্রিক ভিটাতে প্রতিপক্ষের কোন হুমকি ধামকি ছাড়া কাটাতে পারে। তিনি আরো পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি যেন আমাদের বসতঘরে আমরা ওসি সাহেবের সহযোগিতায় প্রবেশ করতে পারি।

 

এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই ফয়সাল ইমরানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ‘ঘটনাস্থলে এখনো যায়নি গিয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন করব’।