বিদেশি পিস্তলসহ কোতোয়ালীতে গ্রেপ্তার ২

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাট এলাকা থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরী বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

 

 

গ্রেফতারকৃত দুজন হলেন ইমরান আলী মাসুদ ও মনসুর আলী। এর মধ্যে ইমরান আলী মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির অর্থ বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি সিটি কলেজের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন।

অন্য জন ঔমনসুর আলী ইসলামিয়া কলেজ শাখার সাবেক ভিপি এবং নগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, নাশকতার উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে লোড করা পিস্তল নিয়ে গ্রেপ্তারকৃত দুজন ফিরিঙ্গিবাজারে অবস্থান করছিল, তা আমরা ক্ষতিয়ে দেখছি। পিস্তল দুটির একটিতে পাঁচ রাউন্ড ও আরেকটিতে চার রাউন্ড গুলি ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে ও তাদেরকে আদালতে পাঠানো হবে।